North24Paragana1

Mar 05 2023, 19:23

ভাটপাড়ায় বসন্ত উৎসবের সূচনা করলেন সাংসদ অর্জুন সিং


উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সুন্দিয়া হাই স্কুলের মাঠে বসন্তের রঙে রাঙিয়ে 'এম পি উৎসবে'র সূচনা হল। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়।  তাছাড়া গোলঘর পার্কের সামনে থেকে সুন্দিয়া মাঠ পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, নৈহাটি ব্লক তৃণমূল সভাপতি রানা দাসগুপ্ত, বীজপুরের তৃণমূল নেতা সুজিত দাস, সোমা দাস, কাউন্সিলর সত্যেন রায়-সহ বিশিষ্ট জনেরা।

North24Paragana1

Mar 05 2023, 18:10

বরানগরে অনুষ্ঠিত হল হুইলচেয়ার ক্রিকেট প্রতিযোগিতা
উত্তর ২৪ পরগনা: আজ দুপুরে বরানগর প্রগতি ময়দানে অনুষ্ঠিত হল হুইলচেয়ার ক্রিকেট। যেখানে অংশ নেয় ভারতের একাধিক রাজ্যের বিশেষ ক্ষমতাসম্পন্ন খেলোয়াড়রা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন খেলোয়াড় বিনোদ কাম্বলি, আর পি সিং, বরানগরের বিধায়ক তাপস রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কলকাতা এই ধরনের খেলা এই প্রথম অনুষ্ঠিত হল। মূলত যুব সম্প্রদায়কে খেলাধুলার প্রতি উৎসাহ যোগাতেই এই খেলা অনুষ্ঠান করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের আয়োজক। এদিন ভারতের দুই প্রাক্তন খেলোয়াড় ভারত অস্ট্রেলিয়া ও মহিলা আই পি এল নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

North24Paragana1

Mar 05 2023, 16:01

দোল উৎসব এবং শবে বরাত উৎসব একই সাথে‌ শাণ্তিপূর্ণ ভাবে পালনের বার্তা প্রশাসনের


উত্তর ২৪ পরগনা: আগামী ৭ই মার্চ দোল উৎসব এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের শবে বরাত উৎসব একই সাথে পালিত হবে। তার আগে খরদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খরদা পৌরসভা ও টিটাগর পৌরসভার পৌরপ্রধান এবং আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা।

দুই সম্প্রদায়ের উৎসব ঘিরে যাতে কোন রকমের বিশৃংখল পরিবেশ সৃষ্টি না হয় সে কারণেই উৎসব পালনকারী সমস্ত মানুষের কাছে আহ্বান জানানো হলো প্রশাসনের পক্ষ থেকে।

North24Paragana1

Mar 05 2023, 12:36

শাসক দলকে উৎখাত করার ডাক কংগ্রেস নেতা তথা আইনজীবী ব্যারাকপুরে কৌস্তব বাগচীর


উত্তর ২৪ পরগনা: কংগ্রেস নেতা তথা আইনজীবী ব্যারাকপুরের কৌস্তব বাগচী গতকাল পুলিশ তাকে মাঝরাতে গ্রেফতার করেছিল । গতকালই জামিন পাওয়ার পর সে নিজের মাথার চুল কেটে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। আজ সকালে তিনি বলেন ,"আমি প্রতিজ্ঞাবদ্ধ শাসক দলকে এ রাজ্য থেকে উৎখাত করতে যা যা করার আগামী দিনে তাই করবো। মাথার চুল আমার কাছে ভীষণ প্রিয় ছিল।সেটা কেটে ফেলেছি আমি চাইবো যত তাড়াতাড়ি আমার মাথার চুলটা আবার ফিরে আসুক।

বাংলার মানুষের প্রতি আমার নিরলস প্রচেষ্টা থাকবে আগামী এক বছর দু বছর তিন বছর নাকি আরো দশ বছর যতদিন না শাসক দলকে উৎখাত করতে পারছি এভাবেই থাকবো। যে বইটা নিয়ে শাসকদলের এত মাথাব্যথা আমার প্রচেষ্টা এটাই থাকবে সদর গ্রাম পঞ্চায়েত বুড়ো থেকে ছোড়ো সবার হাতে যেন পৌঁছে যায়।

বইটা তো ব্যান করেনি সুতরাং মানুষের পড়াশোনা করতে আপত্তি কোথায়। মানুষের যে কোন বই পড়া উচিত। মানুষ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে যেভাবে সমর্থন করেছে সিপিএম কংগ্রেস বিজেপি এমনকি তৃণমূলেরী লোকরাও আমায় ফোন করেছে । তৃণমূল নেতারা সরাসরি ফোন করতে ভয় পাচ্ছে, তারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাকে ফোন করেছে।"

North24Paragana1

Mar 04 2023, 19:56

প্রাক বসন্ত উৎসব জগদ্দলের মন্ডলপাড়ায়


উত্তর ২৪ পরগনা: আজি বসন্ত জাগ্রত দ্বারে। বসন্ত মানেই রং এবং আবিরে রাঙানো একটি রঙিন উৎসব। শনিবার জগদ্দলের মন্ডলপাড়ায় গ্রামীণ পরিবেশে একটি পিকনিক স্পটে বসন্ত উৎসবে মাতলেন শ্যামনগর ক্রিয়েটিভ আর্ট এন্ড ক্রাফট ফাউন্ডেশন। নাচ-গান, হৈহুলোরের মধ্য দিয়ে উক্ত ফাউন্ডেশনের সদস্যরা বসন্ত উৎসবে মাতলেন।

বসন্ত উৎসব ঘিরে এদিন ঠিক যেন এক টুকরো শান্তিনিকতেন উঠে এল জগদ্দলের মন্ডলপাড়ায়। নাচ, গান, আবৃত্তি, আর খাওয়া দাওয়া এবং নদীয়া ও বোলপুরের বাউল শিল্পীদের সমাগমে শান্তিনিকেতনের আমেজ উপভোগ করলেন সকলেই।

North24Paragana1

Mar 04 2023, 19:54

আগরপাড়া ঊষূমপুর বটতলায় সিপিআইএম সমাবেশ


উত্তর ২৪ পরগনা: ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের আগরপাড়া ঊষূমপুর বটতলা অঞ্চলে স্থাপন করেছিলেন খাদ্য আন্দোলনের শহীদ বেদী।শহীদদের উদ্দেশ্যে তৎকালীন বাম নেতৃত্ব আগরপাড়া ঊষূমপুর বটতলা অঞ্চলে স্থাপন করেছিলেন খাদ্য আন্দোলনের শহীদ বেদী। গত 14 ই ফেব্রুয়ারি রাস্তা সংস্কারের অজুহাতে ভেঙে দেওয়া হয় শহীদদের ফলে সৃষ্টি হয় বাম ও তৃণমূল সংঘর্ষের।

এরপর আজ শহীদ বেদী পুনরনির্মাণের লক্ষ্যে সমাবেশ আয়োজিত হলো আগরপাড়া ঊষূমপুর বটতলায়। এদিনের সমাবেশে হাজির ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী দুলাল চক্রবর্তী মানস মুখার্জির পলাশ দাশ সহ শুভব্রত চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ নেতৃত্ব।

সমাবেশে প্রধান বক্তা সুজন চক্রবর্তী তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের তৃণমূল ও কেন্দ্রীর বিজেপি সরকারকে। এদিন তিনি বক্তৃতায় বলেন, অনুব্রত মণ্ডলের মত ভালো ছেলে নেই ও MLA বা MP হয় নি রাজ্যসভার সদস্য হতে চাই না। সেই বীর কেস্টা বালি খায় পাথর খায় পাচারের পাকা খায় কয়লার টাকা খায় গাজা দিয়ে সেই টাকা খায় এত খায় তাতে বদহজম হয়ে গেছে। মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর কালো চুল নিয়ে গেলে গেছিলেন এই কলকাতাতেই তার চুল সাদা হয়ে গেছে অনেক চেষ্টা করল কাগজে লেখা হচ্ছে দিল্লি যাত্রা করছেন অনুব্রত এমন ভাব করছেন যেন কোন শুভ কাজে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আদালতে শুনানি হয়েছে এক লক্ষ টাকা জরিমানি সহ ইহার জেলে যাবেন কেষ্ট। তাকে মমতা ব্যানার্জি আটকাতে পারলেন না। আসানসোলের খাঁচা থেকে তিহারের খাঁচাটা অনেকটা ভালো এবং বড় বাঘের সুবিধা হতে পারে না বোঝার কোন কারণ নেই।

সাগরদিঘী উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে যা ভোট পেয়েছিলেন তার থেকে ৩০ হাজার ভোট কম পেয়েছেন। মাথাটা ঠিক রাখতে হবে তো একদিকে সাগরদিঘিতে হার, তিনদিন চেষ্টা করার পরেও আটকাতে পারল না কেষ্টকে, ওদিকে নওয়াজ সিদ্দিকী জামিনে মুক্ত তারপর মিছিল, কৌস্তব বাগচীকে ধরে নিয়ে যাবার পর তার জামিন। কাল সাথে সাথে অনুব্রতর কিভাবে যাত্রা মাথাটা খারাপ হয়ে গেছে মাথাটা খারাপ হয়ে গেলে কাজ করছে না। আমার অন্তত করুণা হচ্ছে মাথা খারাপ নিয়ে নবান্নে বসে থাকা যায় না মাথা খারাপ হলে অন্য জায়গায় যেতে হয়।

North24Paragana1

Mar 04 2023, 17:49

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 04.03.2023.


MLA Sukumar Mahata visited Nazat-I Gram Panchayat where he began his Anchale Ek Din programme by offering prayers at a local temple, followed by his interaction with the villagers enquiring about their needs and concerns. He also visited a local school where he spoke to the staff and took stock of the infrastructure. This was followed by his participation in a community lunch and meeting with the panchayat members at North 24 Parganas.

North24Paragana1

Mar 04 2023, 11:48

কংগ্রেস নেতা তথা আইনজীবী কে গ্রেফতারের প্রতিবাদে বসিরহাটের পিফা পঞ্চায়েতের তেঁতুলতলায় মালঞ্চ রোড অবরোধ করে বিক্ষোভ


উত্তর ২৪ পরগনা: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাকচি কে গ্রেফতারের প্রতিবাদে উত্তর ২৪ পরগণার বসিরহাট পিফা পঞ্চায়েতের তেঁতুলতলায় বসিরহাট মালঞ্চ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা ।

বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে বিনা শর্তে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাকচি কে মুক্তি দিতে হবে ।না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল কংগ্রেস নেতাদের। ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল কাদের সর্দারের দাবি কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌসব বাকচী সামান্য একটি বই বের করে মানুষকে পড়ার কথা বলাতে তাকে গতকাল রাতে মুখ্যমন্ত্রী পুলিশ মুখ্যমন্ত্রী নির্দেশে গ্রেফতার করে । তারই প্রতিবাদে প্রায় ৩০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে বিক্ষোভকারীরা নিজেরাই বিক্ষোভ তুলে নেয় ।

North24Paragana1

Mar 03 2023, 16:08

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 03.03.2023


MP Kakoli Ghosh Dastidar visited Rautara Gram Panchayat where she began her Anchale Ek Din programme by offering prayers at a local temple. She visited a local health centre where she held a meeting with the medical officers and also oversaw the services provided. Later she interacted with the locals and also took part in a community lunch before her meeting with the party workers at North 24 Parganas.

North24Paragana1

Mar 03 2023, 14:32

পথ দুর্ঘটনায় মৃত্যু তৃতীয় বর্ষের ছাত্রীর


উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বনগাঁ শক্তিগড়ের বাসিন্দা সঞ্জয় ভদ্রের বাড়িতে ছোটবেলা থেকে থাকতো তারা ভাগ্নি সুস্মিতা ঘোষ । গোবরডাঙ্গা হিন্দু কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল সুস্মিতা । আজ সকালে মামা বাড়ি শক্তিগড় থেকে সাইকেলে করে কলেজ যাবার উদ্দেশ্যে রওনা হয় সে । বনগাঁ স্টেশন রোডে এক লরির সঙ্গে ধাক্কা লাগে সুস্মিতার ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সুস্মিতা ।

পরবর্তীতে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে । সুস্মিতার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছে তার বাবা মা পরিবারের সকলে । তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো এলাকা । ঘাতক গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ।